আর্থিক সাক্ষরতা দিবস ২০২৩



এসএফআইএল ফাইন্যান্স পিএলসি , গ্রাহকদের আর্থিক বিষয় ও সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এর নির্দেশনা অনুসারে প্রথমবারের মতো গত ৬ই মার্চ, ২০২৩ ইং তারিখে আর্থিক সাক্ষরতা দিবস উদযাপন করেছে। এসএফআইএল এর উপ-ব্যবস্থাপনা পরিচালা গত ০৬ মার্চ ২০২৩ তারিখে এসএফআইএল এর প্রধান কার্যালয়ে আর্থিক সাক্ষরতা দিবসের কর্মসূচী উদ্বোধন করেন।


আর্থিক স্বাক্ষরতামূলক কর্মসূচীর অংশ হিসেবে এসএফআইএল দিনব্যাপী কর্মসূচির মধ্যে দিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য একটি আলোচনা সভার আয়োজন করা হয় যেখানে নিম্ন আয়ের সাধারণ মানুষ অংশগ্রহণ করে। এই আলোচনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শাখা ব্যবস্থাপক জনাব ইমরান পারভেজ এসএফআইএল ফাইন্যান্স পিএলসি এর বিভিন্ন আর্থিক সেবাসমূহ, ডিজিটাল ব্যাংকিং সেবা, ডিজিটাল ব্যাংকিং লেনদেনের প্রয়োজনীয়তা, ভোক্তা অধিকার ও ভোক্তা ক্ষমতায়ন এবং আর্থিক সাক্ষরতা দিবসের গুরুত্ব ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন।


বাংলাদেশ ব্যাংক এর আর্থিক সাক্ষরতা নির্দেশিকা অনুসারে, প্রতি বছর মার্চ মাসের প্রথম সোমবার আর্থিক সাক্ষরতা দিবস পালন করতে হবে।








Financial Literacy Day 2023



Strategic Finance and Investments Limited has celebrated Financial Literacy Day for the first time on March 6, 2023 as per the instructions of the Financial Inclusion Department of Bangladesh Bank with the aim of increasing the awareness of customers about financial issues and services. The Deputy Managing Director of SFIL, Mr. Tamim Marjan Huda, inaugurated the Financial Literacy Day program at the head office of SFIL on 06 March 2023.


As part of the financial signature programme, SFIL organizes a day-long program to raise awareness in which common people from low income groups participate. In this discussion, Mr. Imran Parvez, the branch manager of the organization, shed light on the various financial services of Strategic Finance and Investments Limited, digital banking services, the need for digital banking transactions, consumer rights and consumer empowerment and the importance of Financial Literacy Day.







According to the Financial Literacy Guidelines of the Financial Inclusion Department of Bangladesh Bank, Financial Literacy Day will be celebrated on the first Monday of March every year.